এসি হতে পানি পরার কারন ও প্রতিকার

এসি হতে পানি পরার কারন ও প্রতিকার । এয়ার কন্ডিশনার থেকে ফোঁটায় ফোঁটায় পানি পরা খুব সাধারণ সমস্যা । আপনি আপনার এসি ইউনিটের নীচে একটি বালতি রাখার মাধ্যমে আপনার কার্পেট / ফ্লোর ভিজা থেকে প্রতিরোধ করতে পারবেন । কিন্তু এটি একটি দীর্ঘ সময়ের সমাধান নয় । এসি থেকে পানি চুইয়ে পরার 5 টি সম্ভাব্য কারণ হল: 1. ভুল এসি ইনস্টলেশন ভুল ac ইনস্টলেশন একটি খুব সাধারণ কারণ । একটি এয়ার কন্ডিশনার ইনস্টল করা উচিত যে পিছনের/ দুরের প্রান্ত থেকে সামনের প্রান্ত / ড্রেন পাইপ প্রান্ত সামান্য নীচে থেকে । 1/2 ইঞ্চি এর পার্থক্য ঠিক আছে । এতে পানি গরিয়ে সামনের প্রান্ত থেকে ড্রেন পাইপ দিয়ে বের হয়ে যায় । 2. এয়ার ফুটো Ac ইউনিট সঠিকভাবে শিল্ড না হলে, ইউনিটের বাইরে হতে গরম বাতাস এসির ভিতরে ঠাণ্ডা বাতাসের দ্বারা ঘনীভূত হয়ে যায় । এই অতিরিক্ত আর্দ্রতা ইউনিট থেকে পানির ফোটা হয়ে টুপ টুপ করে পরে । 3. কম তাপমাত্রা বৃষ্টির সময় অথবা যখন তাপমাত্রা কমে যায়, তখন অন্য সময়ের চেয়ে কম পানি evaporates হয় । অতিরিক্ত পানি এই ফলাফল তৈরি করে যা আপনার এয়ার কন্ডিশনার থেকে ফোঁটা হয়ে ঝরে পরে । 4. টি ব্লক নিষ্কাশন অনেক ও অধিকাংশ ক্ষেত্রে ময়লা এবং ধুলোর কারণে ড্রেন পাইপের মুখ ব্লক হয়ে থাকে । এতে পানি জমে তা ঝরে পরতে থাকে । নিয়মিত এসি সার্ভিস করে ফিল্টার এবং ড্রেন পরিস্কার করে নিলে এ সমস্যা হয় না । 5. এসি কন্ডেন্সর পাম্প ভাঙ্গা এয়ার কন্ডিশনার এর ভেতর কন্ডেন্সর পাম্প ভেঙ্গে যাওয়ার কারনে পানি পরে । কন্ডেন্সর বা পাম্প মেরামত করলে এ সমস্যা দূর হয় । কোন যন্ত্রপাতি বা ডিভাইসের অযথার্থ কাজ করার কারণ বুঝতে পারলে সমস্যার জন্য সঠিক মেরামত ও প্রতিকারের ব্যবস্থা নেয়া যায়

Comments